প্রেমিকার জন্য প্ল্যান করা বিশেষ রাত, কিন্তু বিপত্তি…
ঢাকার একটি ব্যস্ত এলাকায়, রাতের অন্ধকারে আলোকিত হোটেলের ঘরে রোমাঞ্চের মুহূর্ত তৈরি হচ্ছিল। রফিক আর তার প্রেমিকা তানিয়া গোপনে একসাথে সময় কাটানোর জন্য হোটেলের একটি রুম ভাড়া নিয়েছিল। সব কিছু যেন সিনেমার মতো সাজানো ছিল। কিন্তু রফিক বুঝতে পারল, গুরুত্বপূর্ণ একটি জিনিস ভুলে গেছে—কনডম।
তানিয়া তখন ঘরে অপেক্ষা করছে। রফিক তাড়াহুড়ো করে বের হয়ে গেল। “শুধু ১০ মিনিট, ফিরেই আসছি,” বলে দরজা বন্ধ করে সে মোটরবাইকে চেপে বেরিয়ে পড়ে।
তবে তাড়াহুড়োর ফলাফল ভালো হয় না সবসময়। পাশের বাজারের ফার্মেসি থেকে কনডম কিনে ফেরার পথে সে একটি তীব্র বাঁকে ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। সজোরে ধাক্কা খায় রাস্তার পাশে দাঁড়ানো একটি রিকশার সঙ্গে। চারদিকে হট্টগোল শুরু হয়ে যায়। মানুষ ছুটে আসে, রফিক রাস্তায় পড়ে কাতরাচ্ছে। মাথা থেকে র’ক্ত ঝরছে।
রিকশাওয়ালা ও কয়েকজন পথচারী রফিককে কাছের ক্লিনিকে নিয়ে যায়। তার মোবাইল ফোনের কল লিস্ট দেখে তানিয়াকে ফোন দেওয়া হয়। ঘটনাটা শুনে তানিয়া ভয়ে হোটেলের রুম ছেড়ে ক্লিনিকের দিকে ছুটে আসে।