সামাজিক মাধ্যমজুড়ে দিনভর চলছে মেজর ডালিমকে নিয়ে আলোচনা। ৫০ বছর পর প্রকাশ্যে এসেছেন মেজর শরিফুল হক ডালিম (বীর বিক্রম)। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে হাজির হন তিনি। তার এই উপস্থিতি এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচিত বিষয়। তবে মেজর ডালিমের এই উপস্থিতি নিয়ে কেউ কেউ সংশয়ও প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন উনি মেজর ডালিম নন।
এসব নিয়ে সামাজিক মাধ্যমে যখন চলছে মিশ্র প্রতিক্রিয়া, তখনই অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির নিজের ফেসবুক হ্যান্ডেলে বললেন, এটা মেজর ডালিম না। তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে ইংরেজি বর্ণমালায় লিখেছেন, ফার্স্ট অফ অল, এটা মেজর ডালিম না। চেক কমেন্ট ফর মোর।
অর্থাৎ, প্রথমত এটা মেজর ডালিম না। আরো জানার জন্য মন্তব্য বাক্স দেখুন। মন্তব্য বাক্সে গিয়ে দেখা গেল সালমান মুক্তাদির একটি লিঙ্ক শেয়ার করেছেন। ওই লিঙ্কে ক্লিক করে দেখা গেল এটি একটি পোশাক কোম্পানির ওয়েবসাইট।
তবে সালমান মুক্তাদিরের এমন কাণ্ডে ক্ষিপ্ত হয়েছেন নেটিজেনরা। তারা বলছেন, এভাবে বোকা বানানো ঠিক হয়নি। কেউ কেউ নানা আলোচনা শুরু করে দিয়েছেন মন্তব্য বাক্সেই।
এদিকে, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর বিক্রম)। লাইভে ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম।