বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর বাংলামোটরে রূপায়ণ সেন্টারে কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত সাতজনের নাম জানা গেছে। তারা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজে জান্নাতুল মিম (২২), আবরার (২২), আলামিন (২৫), আফসার উদ্দিন (২৫), কবি নজরুল কলেজের ছাত্র আসিফ (২৪) ও ডেমরা বড় মাদরাসার ছাত্র মাসুদ (২৪)।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমি মারামারির বিষয়ে আরো জানব। দুই গ্রুপের সঙ্গে কথা বলব।
বিস্তারিত আসছে…….