Breaking News

ছড়িয়ে পড়া নতুন ভাইরাস কতটা ভয়ানক?

করোনা মহামারির পাঁচ বছর পর আবারও নতুন ব্যধিতে আতঙ্কে চিন। প্রাথমিক ধারণা, করোনাভাইরাস এবং এইচএমপি ভাইরাসের সংক্রমণে দেশটিতে রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব। যার মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা।

এইচ এম পি ভাইরাসের লক্ষণ সনাক্ত হয়েছে জাপানেও৷ কেমন এই ভাইরাসের মিউটেশন আর কতটা ভয়াবহ সংক্রমণ।এ বিষয়ে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ‘আইইডিসিআর’এর পরিচালক ড.তাহমিনা শিরীর বলেন, অন্যান্য ভাইরাস যেভাবে ছড়ায়, মানুষকে আক্রান্ত করে এই ভাইরাসটাও একইভাবে কাজ করে। যেমন, ভাইরাস জনিত অসুখ সর্দি ,কাশি এগুলো হতে পারে। তবে এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনও কারণ নেই।

ড. তাহমিনা আরও জানান, এটা নতুন কোনও ভাইরাস নয়। কোভিড নতুন ভাইরাস ছিল সেজন্য এটি মহামারি হয়েছিল। কিন্তু এই ভাইরাসের উপস্থিতি অন্য দেশে যেমন আছে বাংলাদেশেও সেরকম আছে। এটি নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে আগেও এইচ এম পি এর অস্তিত্ব ছিল। এখনও শিশু আর প্রবীণদের শরীরে মিলবে অস্তিত্ব। তবে আতঙ্কিত হওয়া যাবে না। বরং করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব।

About admin

Check Also

তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ৩ নেতাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *